খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা দক্ষিণে বিএনপির দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৪, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা দক্ষিণে বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৬, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৬, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা এবং ওয়ার্ডে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুন) ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী, ডেমরা, রমনা, চকবাজার, লালবাগ, খিলগাঁও, বংশাল, শাহজাহানপুর, মতিঝিল, সূত্রাপুর, ওয়ারী, শাহবাগসহ বিভিন্ন থানা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

কদমতলীতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সাবেক নগর সদস্য সচিব রফিকুল আলম মজনু, নির্বাহী কমিটির সমাজকল্যাণবিষয়ক সহ-সম্পাদক কাজী আবুল বাশার, সদস্য আ ক ম মোজাম্মেল হোসেন, ডেমরায় মহানগরীর সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, সভাপতি এসএম জিলানী, লালবাগে নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলাম, মতিঝিলে লিটন মাহমুদ, কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, সূত্রাপুরে নগর বিএনপি নেতা মকবুল ইসলাম টিপু, জামসেদুল আলম শ্যামল, ধলপূরে বাদল সরদার, আবদুল কাদির, রাইসেল হাসান হবি, খিলগাঁওয়ে নগর দক্ষিণ বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ইউনুস মৃধা, শাহবাগে মহানগর নেতা এমএ হান্নান, কলতাবাজারে মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, তাতীবাজারে মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোহন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিলে সদ্য বিলুপ্ত মহানগর দক্ষিণ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com