গণঅধিকার পরিষদও ডাক দিলো ৭২ ঘণ্টার অবরোধ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৭, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণঅধিকার পরিষদও ডাক দিলো ৭২ ঘণ্টার অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির ডাকা কর্মসূচির সঙ্গে মিল রেখে অবরোধ কর্মসূচি পালন করবে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। সোমবার (৩০ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

গণঅধিকার পরিষদ দল-মত-নির্বিশেষে দেশের অস্তিত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে ৭২ ঘণ্টা সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান দুর্নীতি-দুঃশাসন, বিচারহীনতা, অর্থপাচার ও সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামো ভেঙে পড়াসহ সামগ্রিক নৈরাজ্য থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিতে গণঅধিকার পরিষদ আগামী ৩১ অক্টোবর থেকে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৭২ ঘণ্টার (৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর) সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ