গণতন্ত্রের অভাবে দেশে চলছে এক মানবতাহীন অন্ধকার যুগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ

গণতন্ত্রের অভাবে দেশে চলছে এক মানবতাহীন অন্ধকার যুগ। দেশকে ফ্যাসিজমের অন্ধকারে নিমজ্জিত করে এক ব্যক্তি, এক দলের দুঃশাসনে গণতন্ত্রকামী মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে নামিয়ে আনা হয়েছে। গণতান্তিক বিশ^ থেকে শেখ হাসিনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন পৃথিবীর সকল স্বৈরশাসকের সাথে শেখ হাসিনার পারস্পরিক প্রীতির সম্পর্ক। সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন, ভিন্ন মত, বিরোধী কন্ঠস্বর এখন শেখ হাসিনার শত্রুপক্ষ বলেই অগণতান্ত্রিক স্বৈরশাসকদের সাথে ফ্যাসিষ্ট শেখ হাসিনার মাখামাখি। তাই আওয়ামী লীগের মতো একটি দল তাদের অধীনে এমন কোন নির্বাচন হতে দেবে না, যেখানে তাদের পরাজয় হয়। সুতরাং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটাধিকার প্রয়োগই একমাত্র পূর্বশর্ত।
বন্ধুরা,
প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে বলেছেন—‘ছেলের সম্পদ বাজেয়াপ্ত করলে করবে, তাতে কিছু আসে যায় না’। তাহলে প্রধানমন্ত্রী ছেলের সম্পদের কথা স্বীকার করলেন। তাহলে বাজেয়াপ্ত সম্পদ ও অর্থের পরিমান উল্লেখ করলে জনগণ বুঝতে পারতো আসল ঘটনাটা কি। আমেরিকার নিজেদের সুশাসন ও স্বাধীন বিচার বিভাগ নিয়ে তাদের বিপক্ষরাও কখনো প্রশ্ন তোলেনি। স্বাধীনতার পর থেকেই তারা গণতন্ত্র চর্চার মাধ্যমে রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ সাধন করেছে। সেই দেশের সরকার ইচ্ছা করলেও কারও ন্যায়সঙ্গত সম্পদ, বাড়ীঘর বা অর্থকড়ি বাজেয়াপ্ত করতে পারে না। শেখ হাসিনার এই বক্তব্যের মধ্য দিয়ে এ দেশের লক্ষ কোটি টাকা পাচারের আরও অনেক লুক্কায়িত ঘটনার আভাস পাওয়া যায়। যাদের আমলে সরকারী ট্রেজারী থেকে শুরু করে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান লুটের স্বর্গরাজ্যে পরিণত হয়, সেই দেশের লুটেরা গোষ্ঠী ক্ষমতাকে গায়ের জোরে অঁাকড়ে ধরে রাখবে এটাই স্বাভাবিক। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত সময় মাত্র এক ঘন্টা। এই এক ঘন্টার বক্তব্য দেয়ার জন্য একটা হতদরিদ্র দেশের ভুখা—নাঙ্গা মানুষগুলির খাবারের পয়সায় ১৬৭ জনের বিশাল বহর নিয়ে ১৮ দিনের লম্বা সফরে গেছেন প্রধানমন্ত্রী। এতেই প্রমাণিত হয় শেখ হাসিনার উন্নয়নের বুলি দিয়ে মানুষকে ফতুর করার উন্নয়ন। সেটি বুঝতে বা অনুধাবন করতে বেশী জ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রে তাঁর এই এক ঘন্টার কর্মসূচির বাইরে আর কোন কর্মসূচি আছে বলে কোন সূত্র থেকেই পাওয়া যায়নি। গরীব মানুষের টাকা নয়ছয় করতে প্রধানমন্ত্রীর একটুও বিবেকে বাধে না।
সাংবাদিক বন্ধুরা,
শেখ হাসিনা মরণকামড় দেয়ার জন্য নানাবিধ নিপীড়ণের যন্ত্র গণতন্ত্রে বিশ^াসী মানুষের ওপর নামিয়ে এনেছেন। দেশব্যাপী চলছে মিথ্যা মামলা, গ্রেফতারের হিড়িক, হামলা ও ভাংচুরের অব্যাহত নিষ্ঠুর ঘটনা। তিনি মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে দেশকে সংকটাপন্ন করেছেন। সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিতার বিষয়গুলো উপেক্ষা করে ম্যান্ডেটবিহীন সরকারের আচরণ করছেন বলেই আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, আদালত, বিচারক সবাইকে প্রধানমন্ত্রীর তল্পিবাহকে পরিণত করা হয়েছে। বিচারের নামে ক্যামেরা ট্রায়াল ও রাজনৈতিক নেতাকর্মীদের আদালতে সাজানো সাক্ষীর মুখে শেখানো বুলি শিখিয়ে এবং দীর্ঘক্ষণ আটকিয়ে রেখে কক্ষে কক্ষে কন্সেন্ট্রেশন ক্যাম্পের আদলে নির্দয় ব্যবহার করা হচ্ছে। জার্মানীর নাৎসী নেতা হিটলারের সহযোগী গোয়েরিং ঘোষণা করেছিলেন ‘হিটলারই হলো আইন’। এখন শেখ হাসিনার তল্পিবাহকরা মনে করছেন শেখ হাসিনাই হলো আইন।
বন্ধুরা,
নির্বাচনের প্রাক্কালে আদালত প্রাঙ্গনে ফ্যাসিবাদের নমূণা ফুটে উঠতে শুরু করেছে। রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করে প্রায় ৫ মাস ধরে হয়রানী করা হচ্ছে অত্যন্ত নিষ্ঠুরভাবে। গতকাল রাজশাহীতে বাকশালী আদালত একটি সাজানো মিথ্যা মামলায় তিন বছরের সাজা দিয়েছে। অথচ উক্ত মামলায় এফআইআর এ তার কোন নাম ছিলনা, তাছাড়া বাদী মামলাটি প্রত্যাহার করে নিয়েছিলেন। দেশ থেকে বিরোধী দলের তালিকা মুছে দেয়ার জন্যই এখন সারাদেশব্যাপী আজ্ঞাবাহী আদালত দিয়ে মিথ্যা মামলায় সাজা দেয়া শুরু হয়েছে। আমি এই সাজার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণাভরে প্রত্যাখান করছি।
শুধু পুলিশ ও আইন আদালত দিয়েই নয়, প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়ে বিরোধী দলের ব্যবসা প্রতিষ্ঠান এমনকি সেবামূলক প্রতিষ্ঠানও বন্ধ করে দেয়া হয়েছে। ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক এর সেবামূলক স্বনামধন্য প্রতিষ্ঠান ‘প্রেসক্রিপশন পয়েন্ট ও ডায়াগনষ্টিক সেন্টার লিঃ’ স্বাস্থ্যমন্ত্রীর ছেলে রাহাত মালিকের নির্দেশে সম্পূর্ণ বেআইনীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে সুনামের সাথে বনানীতে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। এই দীর্ঘ সময়ে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেউ অনিয়মের অভিযোগ তুলতে পারেনি। স্বল্প খরচে আধুুনিক চিকিৎসা দিয়ে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছিল। কিন্তু হঠাৎ করে শুধুমাত্র দখলের উদ্দেশ্যেই কোন প্রকার কারণ দর্শাণো ব্যতিরেকেই প্রতিষ্ঠানটি তালা মেরে বন্ধ করে দেয়া হয়েছে। আমি এই ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে প্রতিষ্ঠানটি খুলে দেয়ার জোর আহবান জানাচ্ছি।
সারাদেশে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাহিনী কতৃর্ক হামলা, মামলা ও গ্রেফতারের বিবরণ ঃ
গ্রেফতার ঃ
গতকাল মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুস রহিমকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে ডিবি পুলিশ। এছাড়াও বাগেরহাট জেলাধীন রামপাল উপজেলা বিএনপি’র সদস্য অহিদুল ইসলাম পল্টু, শ্রমিকদল নেতা মহসিন এবং উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ সাইদকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাজধানীর মিরপুর থানাধীন ২ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক নিয়ামত আলীর বাবার মৃত্যুবার্ষিকীতে অংশ নিতে গিয়ে পল্লবী থানার ৪৫ জন নেতাকমীর্কে গ্রেফতার করে পুলিশ।
২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাতে গাইবান্ধা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম লিপনকে তার বাসায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করে ডিবি পুলিশ। এছাড়াও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার মনিকে বাসায় না পেয়ে তার বাড়ি ভাংচুর করে।
২১ সেপ্টেম্বর ২০২৩ বাগেরহাট জেলাধীন চিতলমারী থানা বিএনপির সদস্য ডাঃ আউলিয়া ও শ্রমিকদলের সভাপতি টিপু শিকদারকে গ্রেফতার করে চিতলমারী থানা পুলিশ।
২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ঢাকা মহানগর দক্ষিণের কোতয়ালী থানার ৩৭ নং ওয়ার্ড বিএনপি’র সহ—সভাপতি শ্রীকান্ত দত্ত, সাধারণ সম্পাদক শেখ আব্দুল মতিন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ হারুনকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে পুলিশ। বিএনপি’র রোডমার্চকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিএনপি নেতাকমীর্দের বাড়িতে বাড়িতে তল্লাশী চালাচ্ছে পুুলিশ।
গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ নেত্রকোনা জেলাধীন কুরপার মাস্টার বাড়ি জামে মসজিদে মাগরিবের নামাজ আদায়রত অবস্থায় ডিবি পুলিশ কোন ওয়ারেন্ট ছাড়াই জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহমুদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমনকে টেনে হেঁচড়ে গ্রেফতার করে নিয়ে যায়।
গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ—সভাপতি জয়দেব জয় একটি মিথ্যা মামলায় আদালতে জামিন চাইতে গেলে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ঢাকা মহানগর দক্ষিণের কামরাঙ্গীচর থানাধীন ৫৫ নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক মোঃ শহীদুল হককে গ্রেফতার করে পুলিশ।
১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ৩২ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন পারভেজকে গ্রেফতার করে বংশাল থানা পুলিশ।
১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ভোলা জেলাধীন দৌলতখান উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, সদস্য মোঃ নিরব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মেদাঃ আব্বাস ও চরখলিফা ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ আব্দুল হাকিমকে ঢাকার বাংলামটর থেকে আনুমানিক রাত ৮:৩০ মিনিটের সময় গ্রেফতার করে পুলিশ কলাবাগান থানায় নিয়ে যায়।
ময়মনসিংহ মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ আশিকুর হক এবং ময়মনসিংহ উত্তর জেলার ইশ^রগঞ্জ উপজেলার সোহাগি ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ওমর ফারুককে গ্রেফতার করে পুলিশ।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦ জিকে গউছকে হবিগঞ্জ জেলা কারাগারে তার পরিবার ও আত্মীয়স্বজন কারো সাথে দেখা করতে দিচ্ছে না।
হামলা ও আহত ঃ
গতকাল কুমিল্লা দক্ষিণ জেলাধীন লাকসাম পৌর যুবদলের সদস্য সালেহ আহমদ এর উপর আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে
শিক্ষা প্রতিষ্ঠানও এখন ছিনতাই করছে আওয়ামী লীগ। গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ— বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এ্যাড. আরিফা জেসমিন নাহীন এর নেত্রকোনা ল—কলেজের যাবতীয় রেকর্ড পত্র, কম্পিউটার ও আসবাবপত্র জোড়পূর্বক ছিনিয়ে নিয়ে যায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন। এ্যাড. আরিফা জেসমিন নাহীন ১৯৯৫ সালে নিজেস্ব জায়গায় এই কলেজটি প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে তিনি এই কলেজের প্রিন্সিপাল। শুধুমাত্র বিএনপি করার কারণে পূর্বেও কয়েকবার তার বাসায় হামলা চালিয়ে ভাংচুর করে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা।
২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বরিশাল বিভাগীয় রোডমার্চে যোগ দিতে যাওয়ার পথে গৌরনদী বাসস্ট্যান্ডে আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক হামলা চালায়। সকাল ০৮টার দিকে বরিশাল (উত্তর) জেলা যুবদলের সিনিয়র যুগ্ম—আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টুর নেতৃত্বে একটি গাড়ী বহর ঢাকা—বরিশাল হাইওয়ের গৌরনদী বাসস্টান্ডে পৌছলে আওয়ামী লীগ—ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল, রামদা, দেশী—বিদেশী অস্ত্রশস্ত্রসহ বিএনপির রোডমার্চে যোগদানের উদ্দেশ্যে নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে যুবদল নেতা সেন্টু, ভিপি বাদল, আজিজুল, কামাল, মামুন, মনির ও সাইদসহ আরো অনেকেই গুরুতর আহত হয়।
১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাতে তিতুমীর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেনের বাসায় স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। ইমাম হোসেনকে না পেয়ে তার মা ও বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, বাড়ির গেইট ভাংচুর এবং ইমাম হোসেনের ভাড়া দেয়া দোকানে হামলা চালিয়ে কর্মচারীদের মারধর করে।
১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপির রাজশাহী বিভাগীয় তারুণ্যের রোড মার্চে যাওয়ার পথে নাটোরের লক্ষীপুর ইউনিয়নের সৈয়দপুর মোড়ে পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের গাড়ি বহরে আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে গাড়ী ভাংচুর করে পুড়িয়ে দেয় ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, ছাত্রদল নেতা আতিকুর রহমান মিঠুসহ প্রায় ৩০ জন নেতাকমীর্কে গুরুতর আহত কর। আহত নেতাকমীর্রা নাটোরের লক্ষীপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও আওয়ামী সন্ত্রাসীরা ছাত্রদল নেতাকর্মীদের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
গত ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সিলেটের রোডমার্চে অংশ নেয়ার জন্য নরসিংদীর মাধবদীর ৪৩ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
আমি অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।
গত ২৮ ও ২৯ জুলাই ২০২৩ তারিখ হতে অদ্যাবধি বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী ঃ—
মোট আহত ঃ ১৫৪০ জন
মোট মামলা ঃ ৩৩৫ টি
মোট গ্রেফতার ঃ ১৯৯৫ জন
মোট আসামী ঃ ১৪,৩৬০ জন
জনতার আওয়াজ/আ আ
