গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘায়িত হলে পতিত স্বৈরাচার অস্থির পরিস্থিতি তৈরি করবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৬, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘায়িত হলে পতিত স্বৈরাচার অস্থির পরিস্থিতি তৈরি করবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গণতন্ত্র উত্তরণের পথ দীর্ঘায়িত হলে পতিত স্বৈরাচার অস্থির পরিস্থিতি তৈরি করবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। রবিবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত “মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য, আমাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে। সেই দায়িত্ব বর্তমানে অন্তর্বর্তী সরকারকে দেয়া হয়েছে। যদিও আমরা সরকারের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে, ডিসেম্বরে মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন। কিন্তু, সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত ও দৃশ্যমান নয়। গণতন্ত্র উত্তরণের পথ যত দীর্ঘায়িত হবে, ততবেশি বিভিন্ন রকমের অস্থির পরিস্থিতি তৈরী করার সুযোগ নিবে পতিত স্বৈরাচার এবং তার দোসরারা।

তিনি বলেন, এমন কোনো মানবাধিকার লঙ্ঘনের তরিকা বাদ ছিল না, যা আ.লীগ অনুশীলন করে নাই। বাংলাদেশে বর্বর এবং বিচারবহির্ভূত হত্যাকান্ড আর কোথাও হয়নি। সেরকম একজন স্বৈরশাসক এবং ফ্যাসিস্ট আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখি না। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখনো গণহত্যার দায় স্বীকার করে, ক্ষমা চেয়ে, তারপরে বাংলাদেশে রাজনীতি করবে এ কথা বলতে শুনিনি। উল্টো তাদের বক্তব্য শুনলে মনে হয়, গণঅভ্যুত্থানে অংশ নেয়া সাধারণ জনগণ যেন অপরাধী ছিল।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি দেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে স্বৈরাচারের আর কখনো উন্মেষ হবে না। রাজনৈতিক সংস্কৃতি দিয়ে মানুষের সামনে বিকল্প রাজনৈতিক সংস্কৃতি উপস্থাপন করতে হবে। তাহলে অটোমেটিক বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়ে যাবে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বর্তমান সময়ে ভোটাধিকার করাটাও আমাদের মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে অন্যতম। যেটা বিগত সময়ে হারিয়ে গিয়েছিল।

আলোচনা সভায় এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ