গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিন: আমিনুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪১, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিন: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৩, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৩, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণ চায় দ্রুত নির্বাচন ও ভোটের অধিকার। দ্রুত নির্বাচন দিন, জনগণ যাদের ভোট দিবে তারা সরকার গঠন করবে।

রবিবার (২ মার্চ) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেরে বাংলা নগর থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ৫ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হলেও পরিপূর্ণভাবে এখনও মুক্ত হয়নি। প্রশাসনে স্বৈরাচারের দোসরদের রেখে দেশ পরিপূর্ণভাবে সংষ্কার করা সম্ভব নয়।পরিপূর্ণ সংষ্কার করতে দ্রুত নির্বাচিত সরকার দরকার।

আমিনুল হক বলেন, আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। এদেশের মানুষের কাছে যেতে হবে। কারণ বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মাটিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়; তাহলে বিএনপিই এদেশের জনগণের কল্যাণের জন্য কাজ করবে। বিএনপি এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করবে।

ক্রীড়া বিষয়ক সম্পাদক বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তারা শুধু মুখে উন্নয়ন করেছে। দেশের মানুষের কোনো উন্নয়ন করেনি। তারা শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে।

তিনি আরও বলেন, এদেশের সাধারণ মানুষের উন্নয়ন করতে হবে। জনগণের কল্যাণের উন্নয়নেই বাংলাদেশের মানুষের যে স্বপ্ন সেই স্বপ্ন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে।

বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, মহানগর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আক্তার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দীন, তহিরুল ইসলাম, শাহ আলম, মাহাবুব আলম মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ