গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর তোপখানা রোড়ের মেহেরবা প্লাজার সামনে থেকে মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশে এসে শেষ হয়।
এ সময় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে মঞ্চের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ।
সরেজমিনে দেখা গেছে, মিছিলটি মেহেরবা প্লাজার সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংকি হয়ে পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এলে প্রথমে ‘২৮ অক্টোবর বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্তৃক ২০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে’ সেগুনবাগিচা কাঁচাবাজার দোকান মালিক সমিতি ও সাধারণ ব্যবসায়ী পরিচয়ে মানববন্ধনকারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।
এরপর মিছিলটি পুনরায় মেহেরবা প্লাজার দিকে এগিয়ে যেতে থাকলে প্রেসক্লাবের সামনে উপস্থিত পুলিশের কয়েকজন সদস্য গণতন্ত্র মঞ্চের ব্যানার টেনে নিয়ে যেতে চায় এবং মিছিল সামনে নিয়ে যেতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ।
জনতার আওয়াজ/আ আ
