গণহত্যাকারী আ’লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে : খেলাফত মজলিস - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:১৫, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণহত্যাকারী আ’লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১:২২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গণহত্যা করার পর আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে মন্তব্য করে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতারা বলেছেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনর্বাসন দেশবাসী মেনে নেবে না।’

তারা বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন, দুর্নীতি এবং জুলাই-আগস্টের গণহত্যা করার পর আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। গণপ্রত্যাখ্যাত আওয়ামী ফ্যাসিবাদীদের এ দেশে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। বরং আওয়ামী আমলের দুর্নীতি, গুম, খুন, হত্যা, গণহত্যার বিচার ত্বরান্বিত করতে হবে।’

রোববার (২৩ মার্চ) দুপুর ৩টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী।

খেলাফত মজলিস নেতৃবৃন্দ আরো বলেন, “অভ্যুত্থান-পরবর্তী সংস্কার ও নির্বাচনকে নির্বিঘ্ন করতে জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার ও রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভেদ ও দূরত্ব সৃষ্টি হওয়ার মতো তৎপরতা থেকে সবাইকে দূরে থাকতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদমুক্ত একটি কল্যাণরাষ্ট্র গঠনে ‘বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র’ – এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।”

বৈঠকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী নির্বিচার হামলা ও গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, এ বি এম সিরাজুল মামুন, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মুফতি আবদুল হক আমিনী, ডা: আবদুর রাজ্জাক আসাদ, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ