গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪২, শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ৮, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ৮, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।

বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি কালো গাড়িতে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। গাড়িটি নিজেই চালাচ্ছেন তারেক রহমান।

তার পাশের সিটে বসে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। আর পেছনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় সড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা যায়। তারা খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ৩টার পরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে আসেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরেন তারেক রহমান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিকে। যেখানে বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা নেয়ার কথা রয়েছে।

এর আগে ভোরে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বিমানবন্দরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

মঙ্গলবার রাত পৌনে ১২টায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকা ছেড়ে যায়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ