গ্রামীণফোনের নেটওয়ার্কে সমস্যা – জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫২, বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গ্রামীণফোনের নেটওয়ার্কে সমস্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ

 

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্কে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে গ্রাহকেরা সমস্যা অনুভব করেছেন। সমস্যা নিয়ে গ্রহকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়াও দেখাচ্ছেন।

রাজধানীর লালবাগের বাসিন্দা নিম্ন আদালতের আইনজীবী মো. জাবেদ ফেসবুকে লিখেছেন, ‘ঘণ্টা দুই ধরে গ্রামীণ সিমের কোনো সংযোগ পাচ্ছি না। সবারই কি একই অবস্থা?’

মিজানুর রহমান নামের একজন লিখেছেন, ‘মোবাইল ফোনে নেটওয়ার্কের সমস্যা পাচ্ছেন কোনো এলাকায়?’

এদিকে, নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার কথা স্বীকার করে গ্রামীণফোন তাদের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে একটি নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, ‘ফাইবার অপটিক্যাল ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িক ভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দু:খিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করছে।’

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com