চবি’র মূল ফটকে তালা ঝুলিয়ে ছাত্রলীগের অবরোধ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪২, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চবি’র মূল ফটকে তালা ঝুলিয়ে ছাত্রলীগের অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ

 

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
নতুন কমিটির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুল ফটকে তালা ঝুলিয়ে অবরোধ ডেকেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে তালা দেয় শাখা ছাত্রলীগের দুই বগিভিত্তিক গ্রুপ ভিএক্স ও বিজয়। বগিভিত্তিক গ্রুপ বিজয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ভিএক্স চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগরের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিনের অনুসারী।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ও সহসভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয়।

এ বিষয়ে মোহাম্মদ ইলিয়াস হোসাইন বলেন, ‘ক্যাম্পাসে এই কমিটি চার বছর যাবত আছে। ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা ফেরাতে নতুন কমিটি ঘোষণার দাবিতে আমরা মূল ফটক তালা দিয়েছি। এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে।’

নিজে শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েও কেন নতুন কমিটি চাইছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নতুন নেতৃত্ব চাই।’

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ