চলো চলো ঢাকা চলো
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ৬, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ৬, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ

ডাঃ আব্দুল আজিজ
গুম হত্যা অপহরণ গায়েবি মামলা নিত্যদিনের চিত্র,
যখন দেখি সন্ত্রাসী ও পুলিশরা শাসক দলের মিত্র।
প্রতিবাদের মিছিল নিয়ে চিৎকার দিয়ে বলো,
ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে এবার ঢাকায় চলো।
নতুন করে স্বপ্নদেখার চক্ষুগুলো করছে ছলোছলো,
স্বাধীন ভাবে বেঁচে থাকার দাবী নিয়ে সবাই ঢাকা চলো।
ভোটের অধিকার লুট করেছে গণতন্ত্র আজ মৃত,
শাসক দলের চোখ ইশারায় বিরোধীরা অকারনে ধৃত।
দেশটা যেনো মগের মুল্লুক ফ্যাসিস্টদের হলো,
প্রতিকারের স্লোগান নিয়ে , সবাই ঢাকা চলো।
জাতীর জীবন ওষ্ঠাগত কথা বলা আজ বন্ধ,
ন্যায় বিচারের পাল্লা ভাঙ্গা বিবেক আজ মহা অন্ধ।
অন্যায়কারী হায়েনাদের রুখে দাঁড়াও দীপশিখা হয়ে জ্বলো,
জাতীয়তাবাদের পতাকাতলে সমবেত হতে সবাই, এবার ঢাকা চলো।
দিনের ভোট রাতে হয়,সন্ত্রাসীরা কেন্দ্র দখলকরে ভোটের বাক্স নিয়ে যায়,
স্বাধীনতা সারভৌমত্ব হরণ করে শিকল বাঁধা সমগ্র জাতির পায়ে ।
স্বাধীন ভাবে বাঁচতে হলে গর্জে উঠে তাদের আসন করো টলোমলো,
ডাক এসেছে ফ্যাসিবাদী রুখতে এবার সবাই ঢাকা চলো।
বিনা ভোট চোরাই পথে ক্ষমতাটা বাগিয়ে ব্যস্ত যারা,
নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থাটা চায়না মোটে তারা।
ফ্যাসিবাদের অপশাসন গুড়িয়ে দিতে সবাই ঐক্যবদ্ধ আজ হলো
স্লোগানে স্লোগানে সংঘবদ্ধ হয়ে সবাই ঢাকার পথে চলো।
চলো চলো ঢাকা চলো।
জনতার আওয়াজ/আ আ
