ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশের হামলা, সভাপতিসহ গ্রেফতার ২০ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৯, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশের হামলা, সভাপতিসহ গ্রেফতার ২০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জুলাই হত্যাকাণ্ডের বিচার, কারফিউ প্রত্যাহার ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মশাল মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজাসহ ২০ জনকে আটক করে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) রাতে রাজধানীর বিজয়নগর মোড় থেকে তাদের আটক করা হয়।

এর আগে পল্টন থেকে মশাল মিছিল শুরু করে ছাত্র ইউনিয়ন। পরে জিরো পয়েন্ট মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আসলে হামলা করে পুলিশ৷ এ সময় ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সম্পাদক শোয়াইব আহমেদ আসিফকে আটক করে পল্টন থানা পুলিশ।

বাকিদের সেগুনবাগিচায় ২০ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আটকে রাখে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। পরে ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম-আহ্বায়ক এনামুল হাসান অনয়, ঢাকা মহানগর সংসদের সহকারী সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ অন্যান্যদের আটক করে রমনা থানা পুলিশ।

পুলিশি হামলা, আটক, মামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। আটকদের দ্রুত মুক্তি না দিলে চলমান আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ