ছাত্র জনতাকে ১০ মিনিটে ক্লিয়ার করার ঘোষণা দেয়া হামিদ চাকুরীতে বহাল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৮, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্র জনতাকে ১০ মিনিটে ক্লিয়ার করার ঘোষণা দেয়া হামিদ চাকুরীতে বহাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সিটি কর্পোরেশন এলাকায় মশক স্প্রে ম্যান হিসেবে মশক নিধনের কাজে কর্মরত থাকা হামিদুরের বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ। ফ্রেশ আওয়ামী লীগ সরকারের কোটায় চাকুরী বাগিয়ে নেওয়া, করপোরেশন বিভিন্ন ফাইল নিয়ে পাস করার তদবির, জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রলীগের সঙ্গে সশরীরে রাস্তায় উপস্থিত থেকে আন্দোলনকারীদের উপর হামলায় অংশ নেয়া, বিগত সরকারের আমলে সহকর্মী-কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেয়া সহ অসংখ্য অভিযোগ মাথায় নিয়েও স্বপদে বহাল তবিয়তে থাকায় ক্ষুব্ধ সংশ্লিষ্ট দপ্তরের অসংখ্য কর্মচারীরা।

নাম তার হামিদুর রহমান। কাওরানবাজার অঞ্চল-৫ এলাকায়‘মশক স্প্রে ম্যান হিসাবে কর্মরত। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে ছাত্রলীগের কোটায় চাকুরী পেয়ে বিগত কয়েক বছরে ক্ষমতার জোরে কাজ না করেই বেতন আত্মসাৎ করেছেন। পতিত আওয়ামী সরকারের আমলে সহকর্মীদের হুমকি ধামকির ওপরে রাখতেন তিনি। গত জুলাই আগস্ট এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নিয়ে ১০ মিনিটে আন্দোলনকারী সবাইকে ক্লিয়ার করার মেসেজ দিয়েছিলেন ফেসবুক পোস্টের মাধ্যমে।

স্বৈরাচার মুক্ত বর্তমান সময়ে এখনো তিনি বহাল তবিয়াতি আওয়ামী লীগের কোটায় চাকরিতে কর্মরত রয়েছেন। সারাদেশের সংস্থার হলেও সিটি কর্পোরেশনে হামিদুর রহমানের মত কয়েকশত কর্মকর্তা কর্মচারী বহাল তবিয়তে রয়েছেন যারা জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, এমনকি আওয়ামীলীগের কোটায় চাকরি বাগিয়ে নিয়েছিলেন। স্বৈরাচার শেখ হাসিনার এমন দোসরদের চাকরিতে বহাল থাকার বিষয় ভীষণ ক্ষুব্ধ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া অভিযোগ রয়েছে, হামিদুর রহমান ৪ আগষ্ট মিরপুর ১০ নম্বরে আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে ছাত্রদের ওপর হামলায় সশরীরে অবস্থান নিয়েছিলেন।

সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীদের দাবি দ্রুত হামিদুর রহমানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার।

এসব অভিযোগের বিষয়ে কথা বলতে হামিদুর রহমানের মুঠোফোনের যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ