জরিমানা গুনেছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ৬, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ৬, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ

হারের ম্যাচে জরিমানাও গুণতে হয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে। ডমিনিকায় গত রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ঝড় সামলাতে গিয়ে বোলিংয়ে একটু বেশি সময় নেয় বাংলাদেশ। মাহমুদউল্লাহর রিয়াদের দলকে সেই ভুলেরই মাশুল গুণতে হয়েছে।
মন্থর ওভার-রেটের কারণে আইসিসি বাংলাদেশ দলকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছে।
আইসিসি আজ বুধবার বিবৃতিতে জানিয়েছে, বাড়তি সময় বিবেচনায় নিয়েও পুরো ২০ ওভার শেষ করতে যত সময় লাগার কথা ছিল, বাংলাদেশ দল তার চেয়ে এক ওভার পিছিয়ে ছিল।
মাঠ আম্পায়ার লেসলি রেইফার জুনিয়র ও নাইজেল ডুগুই, তৃতীয় আম্পায়ার গ্রেগরি ব্রাফেট ও চতুর্থ আম্পায়ার প্যাট্রিক গাস্টার্ড বাংলাদেশ দলের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। সেই অভিযোগ আমলে নিয়েই আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন বাংলাদেশ দলকে এই শাস্তি দেন।
বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ দায় স্বীকার করে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।
জনতার আওয়াজ/আ আ
