জাজিরায় মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-৪
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ৪, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ৪, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মাসেতু দক্ষিন থানা সংলগ্ন দুটি মোটর সাইেিকল মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত । এরা হলেন নাবিল (১৭)পিতা রুবেল ফরাজি সাং মোমেন আলী ফরাজি কান্দি, সায়েম(২০)পিতা ইসকান্দার মাদবর সাং সাং মোমেন আলী ফরাজি কান্দি,আরমান (১৮) পিতা দাদন ঢালি সাং মুসলিম ঢালি কান্দি। ক্ষিদির (২০) পিতা আলিম মাদবর সাং মুসলিম ঢালি কান্দি থানা ঃ পদ্মা দক্ষিন থানা ,উপজেলা জাজিরা জেলা শরীয়তপুর। রোববার রাত অনুমান ৯-০৫ মিঃ সময় দুটি মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায় । গাড়িতে থাকা ৪ জনই গুরুতর আহত হয় । ঘটনাস্থলে আরমান ও ক্ষিদির মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পর নাবিল ও সায়েম মারা যায়। পদ্মা দক্ষিন থানার ওসি মোঃ আকরাম হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
জনতার আওয়াজ/আ আ
