জাতীয় ঐকমত্য কমিশনের সাথে খেলাফত মজলিসের সংলাপ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৯, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে খেলাফত মজলিসের সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে খেলাফত মজলিসের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সকাল সাড়ে ৯টায় ওই সংলাপ শুরু হয়।

অনুষ্ঠিত যৌথ সংলাপে খেলাফত মজলিসের আট সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

প্রতিনিধি দলে আরো ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ কাসেমী, যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।

সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়া সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার

বৈঠকে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনার মধ্যে খেলাফত মজলিস ১৪০টি বিষয়ে একমত, ১০টি বিষয়ে দ্বিমত এবং ১৫টি বিষয়ে আংশিক একমত পোষণ করে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ