জানতে চান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতবেন? নজর ফেরান শেয়ারবাজারের দিকে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ২৮, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ২৮, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য বিজয়ী সম্পর্কে ধারণা পেতে এসঅ্যান্ডপি ৫০০ সূচকের গতিবিধিকে একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হয়। ১৯২৮ সাল থেকে এই সূচক ২৪টি নির্বাচনের মধ্যে ২০টির ফলাফল সঠিকভাবে পূর্বাভাস দিয়েছে। সাধারণত, নির্বাচনের আগে তিন মাস ধরে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী থাকলে ক্ষমতাসীন দল জয়লাভ করে; অন্যদিকে, বাজারে মন্দা থাকলে বিরোধী দলের জয়ের সম্ভাবনা বেশি। তবে ২০২০ সালের নির্বাচনে এই ধারা ব্যর্থ হওয়ায় এটি পুরোপুরি নির্ভরযোগ্য ধারণা হিসেবে বিবেচিত নয়।
৫ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিযোগিতা হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। যদিও আগস্ট থেকে এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ১১.৮ শতাংশ বেড়েছে, যা ক্ষমতাসীন দলের পক্ষে ইঙ্গিত দেয়, তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছে। মার্কিন অর্থনীতির মজবুত অবস্থান থাকা সত্ত্বেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতি ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।
প্রায় ৬২ শতাংশ ভোটার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে খারাপ হিসেবে অভিহিত করছেন, যা ট্রাম্পের জন্য কিছুটা সুবিধার ইঙ্গিত বহন করছে। যদিও মুদ্রাস্ফীতি কমে এসেছে, তবে মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রাখতে পারেনি, যার ফলে সাধারণ ভোটারদের মধ্যে হতাশা রয়েছে। অতীতের নির্বাচনগুলোয় শেয়ারবাজারের গতিবিধি নির্বাচনের ফলাফল সম্পর্কে ইঙ্গিত দিলেও, এই বছর এটি তেমন নির্ভরযোগ্য নির্দেশক হতে নাও পারে। ফলে, বাজারের ঊর্ধ্বগতির মাঝেও কমলা হ্যারিসের জয় নিশ্চিত বলা যাচ্ছে না।
জনতার আওয়াজ/আ আ
