জাবি ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার, তিনজনকে অব্যাহতি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৯, শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাবি ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার, তিনজনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ

 

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবগঠিত শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ৬ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও তিন নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক যোবায়ের আল মাহমুদ ও নাইমুর রহমান কৌশিক; সদস্য আবদুল গাফফার ও আল ইমরান; রফিক জব্বার হলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের মারজুক এবং মীর মশাররফ হোসেন হলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন।

অন্যদিকে, আহ্বায়ক কমিটির সদস্য নিশাত আব্দুল্লাহ, শামসুজ্জামান সায়েম এবং হাসিব বিন আব্দুল হাইকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কার ও অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের এই ব্যক্তিদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শাখা ছাত্রদলের পরিচিতিমূলক সভা চলাকালে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সেমিনার কক্ষের জানালা ও দরজা ভাঙচুর করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়ায় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর সভাটি স্থগিত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ