জামালগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ
তাহের আহমেদ জামালগঞ্জ থেকে-
সুনামগঞ্জের জামালগঞ্জের পাকনা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম শরীফ মিয়া (৩৫)। তার বাড়ি জেলার জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা গ্রামে। তার পিতার নাম আব্দুল লতিফ।
নিহতের মামা আলা উদ্দিন জানান, ফজরের আজানের পূর্বেই বাড়ির পাশেই পাকনা হাওরে পলো ও কুছা টর্চ লাইট নিয়ে মাছধরতে গিয়েছিলেন শরীফ। রাত প্রায় ৪ টায় সময় বজ্রপাতে হয়। সকালে কিছু আবছা অন্ধকার ও বৃষ্টি হচ্ছিল। পরিবারের লোকজন শরীফের বাড়ি ফিরতে আসা বিলম্ব হলে, হাওর পথে বার বার তাকিয়ে ছিল। হঠাৎ একটি তাদের চোখে পড়ে টর্চ লাইটের জলন্ত আলো আর নিভছেনা। তাদের মনে সন্ধেহ জাগলে লোকজন নিয়ে এগিয়ে টর্চ লাইটের জলন্ত আলোর কাছে এগিয়ে যান। দুর থেকেই শরীফ মিয়াকে মাটিতে পড়ে থাকতে দেখেন স্বজনরা চিৎকার করে কান্নায় ভেঙ্গে পড়েন। এর পর গ্রামের লোকজন শররীফ মিয়ার নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন তারা। এ ঘটনা তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ শ.ম. কামাল হোসেন, বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।