জামালপুরে একই মঞ্চে আ’লীগ ও বিএনপি নেতা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধি
জামালপুরে জুলাই শহীদ স্মৃতি হাডুডু টুর্নামেন্টের অনুষ্ঠানে অতিথি ছিলেন আওয়ামী লীগ ও বিএনপি নেতা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সদর উপজেলার কেন্দুয়া বাজার এলাকার বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে একই মঞ্চে পাশাপাশি বসেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন।
এছাড়াও একই মঞ্চে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি। অনুষ্ঠানে অতিথিদের মঞ্চে বসে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।
জানা গেছে, জুলাই-আগষ্ট বিপ্লবে শহীদদের স্মরণে তারুণ্যের উৎসব উপলক্ষে জামালপুর সদর উপজেলার বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে হাডুডু খেলার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। ওই অনুষ্ঠানের মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব সাফায়াত বিন আবেদিন তুর্যসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের একই মঞ্চে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যও প্রদান করেন তিনি। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন পাশাপাশি আসনে বসেন, তাদের পাশেই বসে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও। আওয়ামী লীগ ও বিএনপির নেতার পাশাপাশি আসনে বসে থাকা অবস্থায় ওই অনুষ্ঠানের একটি ছবি মঙ্গলবার সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। এরপর থেকেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
এ ব্যাপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব সাফায়াত বিন আবেদিন তুর্য জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর নাজমুল হক বাবু চেয়ারম্যানের কর্মী-সমর্থকরা হামলা চালিয়েছিলো। জুলাই গণঅভূত্থ্যানে শহীদদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানের কিভাবে তিনি অতিথি হয়ে বক্তব্য দেন তা আমার বোধগম্য নয়। আমরা ইউএনওর কাছে এর জবাব চাই।
মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু বলেন, হাডুডু খেলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন আমাকে ফোন করে অনুষ্ঠানের দাওয়াত দিয়েছেন। আমি আওয়ামী লীগের উপদেষ্টা পদে নাই। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কারণে ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টার পদ থেকে আমাকে বহিষ্কার করা হয়। এরপর গত ২০২৩ সালে আমাকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা করে চিঠি দেয়া হয়, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করি।
এ বিষয়ে মন্তব্য জানতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেন নি।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি জানান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু আওয়ামী লীগের রাজনীতি করেছেন কিনা তা জানতাম না। তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি, তিনি নিজের ইচ্ছায় অনুষ্ঠানে এসেছিলেন। শুনেছি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।
জনতার আওয়াজ/আ আ
