জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে বর্ষবরণ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা বিএনপি।

সকালে শহরের স্টেশন রোডের বিএনপি অফিস থেকে ময়মনসিংহ বিভাগের বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে একটি বৈশাখী শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন বকুলতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আজিজুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সচেতন নাগরিক কমিটির সভাপতি শামীমা খানসহ সরকারি বেরসকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও আনন্দ শোভাযাত্রায় শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, উদীচী, থিয়েটার অঙ্গন, জামালপুর লালন একাডেমী, লোকজ, মনিমেলা খেলাঘর আসরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্র্বস্তরের সাধারণ মানুষ অংশ নেয়।

জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এরপর শিশু একাডেমী আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজীয়দের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ