জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির প্রকাশ্যে আসার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের তিন নেতার প্রকাশ্যে আসার প্রতিবাদে মধ্যরাতে প্রগতিশীল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বটতলা থেকে শুরু হওয়া এই মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন।
সমাবেশটি সঞ্চালনা করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূর-এ তামিম। বক্তব্য দেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ফাইজা মেহজাবিন, যিনি বলেন, ‘জামায়াত-শিবির ১৯৭১ সালের গণহত্যায় সহযোগী সংগঠন ছিল। তারা অতীতে সাধারণ মুক্তমনা শিক্ষার্থীদের ওপর ভয়ানক নির্যাতন চালিয়েছে। এখন আবার ক্যাম্পাসে তাদের সক্রিয়তা শুরু করার চেষ্টা অগ্রহণযোগ্য।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক সোহাগী সামিয়া বলেন, ‘যে সংগঠন স্বাধীন বাংলাদেশকে কখনো মেনে নেয়নি, তাদের এখানে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মভিত্তিক রাজনীতি চলতে পারে না।’
ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অমর্ত্য রায় বলেন, ‘ছাত্রশিবির কখনো দ্রব্যমূল্য বৃদ্ধি বা শ্রমিক হত্যার মতো ইস্যুতে আন্দোলন করেনি। তারা বরং বিভাজন সৃষ্টি করতেই ব্যস্ত থাকে। তাদের ক্যাম্পাসে রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।’
প্রসঙ্গত, প্রায় ৩৫ বছর পর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ছাত্রশিবিরের তিন নেতা প্রকাশ্যে ক্যাম্পাসে আসেন, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।aaaaaaaaaaaaaaaaaaa