জাহিদ চৌধুরী কে বার্মিংহাম সিটি বিএনপির সভাপতি পদ থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২ ১:৫৮ পূর্বাহ্ণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ইমেজ ক্ষুণ্ন এবং দলের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত থাকায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বার্মিংহাম সিটি শাখার সভাপতি জাহিদ চৌধুরীকে উক্ত শাখার সভাপতি পদসহ দলের সকল পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সাথে দলের জোনাল কমিটিসহ সর্বস্তরের নেতাকর্মীকে দলীয় পদ থেকে বহিষ্কৃত ব্যক্তির সাথে সকল প্রকার দলীয় সম্পর্ক বজায় না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ দলীয় এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
আজ যুক্তরাজ্য বিএনপির সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জনতার আওয়াজ/আ আ
