জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আইইবি’র দোয়া ও ইফতার মাহফিল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪২, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আইইবি’র দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর উদ্যোগে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর রমনাস্থ আইইবি মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু।

ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ দেশের বিভিন্ন প্রকৌশল সংস্থা, দপ্তর, অধিদপ্তর ও প্রাইভেট সেক্টরে কর্মরত প্রায় ১৫০০ প্রকৌশলী অংশগ্রহণ করেন।

ইফতার ও দোয়া মাহফিলে ২০২৪ সালের জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এ ছাড়াও দেশের প্রকৌশলীসমাজ ও সর্বস্তরের সাধারণ জনগণের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, ভাইস প্রেসিডেন্ট (একা. ও আন্ত.) প্রকৌশলী খান মনজুর মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি), প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (এস এন্ড ডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এটিএম তানবীর-উল হাসান (তমাল), সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি) প্রকৌশলী মো. নূর আমিন, সহকারী সাধারণ সম্পাদক (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, প্রকৌশলী মো. কামরুল হাসান, প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু, প্রকৌশলী মোহাম্মদ আবদুল মজিদসহ আইইবির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ডিভিশন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার ও আইইবির বিভিন্ন কেন্দ্র/উপকেন্দ্রের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ