টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, খেলছেন সাকিব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক
জয় দিয়ে বিশ্বকাপ শুরু হলেও পরের তিন ম্যাচে হার দেখেছে বাংলাদেশ। আজ নিজেদের পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয়ের আশায় শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের বিকল্প নেই। সাকিব আল হাসান ফিরলেও আজ প্রোটিয়া স্কোয়াডে নেই দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। তার বদলে টস করতে এসেছেন এইডেন মার্করাম।
এমন ম্যাচে টসভাগ্যে হেরেছেন সাকিব। টসে জিতে অনুমিতভাবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। সাকিব বলেছেন, টসে জিতলে তিনি ব্যাটিং নিতেন, তবে বোলিংয়েও সুযোগ দেখছেন।
এ ম্যাচে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। অন্যদিকে একটি পরিবর্তন এনেছে প্রোটিয়ারাও। চোটের কারণে খেলতে পারছেন না লুঙ্গি এনগিডি। তার বদলে একজন পেসারকেই এনেছে দক্ষিণ আফ্রিকা, খেলছেন লিজাড উইলিয়ামস
বাংলাদেশ একাদশ: তানজীদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রাশি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম(অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লিজাড উইলিয়ামস।