টাইব্রেকারে বাংলাদেশের স্বপ্নভঙ্গ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২০, বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাইব্রেকারে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৬, ২০২৩ ৮:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৬, ২০২৩ ৮:১০ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

কমলাপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এ ম্যাচে তুমুল লড়াইয়ের পর ট্রাইবেকারে (৪-২) হারের তেতো স্বাদ পেয়েছেন সাবিনা খাতুনেরা। আর প্রথম ম্যাচটিতে ১-১ গোলে ড্র করেছিল দু’দল। এতে সিরিজ শিরোপা নিজেদের করে নিয়েছে সফরকারীরা।

রবিবার (১৬ জুলাই) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে নেপালের মেয়েরা। যেখানে নির্ধারিত ৯০ মিনিটেও গোলের দেখা পায়নি কোনো দলই। এতে ম্যাচটি গড়ায় ট্রাইবেকারে। যেখানে ৪-২ ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছে সফরকারীরা।

গেল সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দশ মাস পর সেই নেপালের বিপক্ষে বাংলাদেশ ঘরের মাঠে ট্রফি হারিয়েছে।

টাইব্রেকারে পাঁচ শটের মধ্যে নেপাল চারটি গোল করেছে। বাংলাদেশ করেছে মাত্র দু’টি। ফলে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ট্রফির দখল নিলো নেপাল। সফরকারী দলটির ট্রফি জয়ের নায়ক গোলরক্ষক রানা মাগার। তিনি নির্ধারিত সময়ের ইনজুরি সময়ে মাঠে নেমেছিলেন।

টাইব্রেকারে নেপাল প্রথম শট নেয়। সাবিত্রা ভান্ডারী প্রথম শটেই গোল করেন। বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা ঝাপিয়ে ধরতে পারেননি। বাংলাদেশের শামসুন্নাহারের শটও গোল হয়। গোলরক্ষক রানা মাগার বলের দিকে ঝাঁপিয়েও ধরতে পারেননি।

এরপর নেপালের হীরা কুমারী গোল করেন। শিউলি আজিমের শট রানা মাগার রুখে দেন। এবার গোলরক্ষক রানা মাগার নিজেই শট নেন। সাইড পোস্টে লেগে বল বাইরে চলে যায়৷ মারিয়া মান্ডার শট রানা মাগার সেভ করেন। নেপালের দীপা ও বাংলাদেশের মনিকা গোল করেন। নেপাল পঞ্চম শটে গোল করলে বাংলাদেশ হেরে যায়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ