টাঙ্গাইলে নিখোঁজ আ’লীগ নেতাকে কবরস্থান থেকে উদ্ধার – জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২১, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাঙ্গাইলে নিখোঁজ আ’লীগ নেতাকে কবরস্থান থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
টাঙ্গাইলে নি‌খোঁজের দুইদিন পর অ‌চেতন অবস্থায় কবরস্থা‌নের পা‌শ থে‌কে আওয়ামী লীগ নেতা‌ শাহ আলম সরকারকে (৪৭) উদ্ধার ক‌রে‌ছে স্থানীয় লোকজন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের উপ‌জেলার ছাব্বিশা কবরস্থানের পাশ থেকে তা‌কে উদ্ধার করা হয়।

উদ্ধা‌র হওয়া আওয়ামী লীগ নেতা শাহ আলম সরকার ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আথাইল শিমুল গ্রামের আব্দুল মজিদ সরকারের (মন্টুর) ছেলে। তি‌নি ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ছাব্বিশা গ্রামের রায়হান তালুকদার রাসেল জানান, ভো‌রে কবরস্থানের পাশে কিছু সংখ্যক মানুষকে হাক-ডাক করতে শুনি। সেখানে গিয়ে এক ব্যক্তি‌কে অচেতন অবস্থায় পড়ে থাক‌তে দে‌খে জরুরীসেবা ৯৯৯-নম্বরে ফোন করা হয়। পু‌লিশ না আসায় স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতা‌লে নিয়ে যান।

উদ্ধার হওয়া শাহ আলমের ভাই ওমর ফারুক বলেন, গত ১৭ সেপ্টেম্বর (রোববার) সকালে ঘাটাইলের নিজ বাসা থেকে ভূঞাপুর ল্যাব ওয়ান ক্লিনিকে যান শাহ আলম। এরপর থে‌কে তার কোনো খোঁজ পাওয়া যায়‌নি। ঘটনার দুইদিন পর আজ ভোরে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় ছাব্বিশা গ্রামের কবরস্থানের পাশ থেকে তাকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ওই ব্যক্তিকে উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এখনো কোনো অ‌ভি‌যোগ পাওয়া যায়নি। অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ