ট্যাক্সেস বার এসোসিয়েশনের কমিটি নিয়ে দু’পক্ষের উত্তেজনা : পাল্টাপাল্টি অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার
দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি নিয়ে কিছুদিন ধরেই চলছে দু’পক্ষের উত্তপ্ত পরিস্থিতি ও টানটান উত্তেজনা। যেকোন সময় ট্যাক্সেস বার এসোসিয়েশনে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ রয়েছে।
১৩ জানুয়ারি সোমবার নগরের গোলপুকুর পাড় এলাকায় দি ট্যাক্সেস বার এসোসিয়েশনে দু’পক্ষই মতবিনিময় সভার আয়োজন করে। দুপুরের দিকে এসোসিয়েশনের মিলনায়তনে এ্যাডভোকেট আফজালুর রহমান পান্নুর নেতৃত্বে একটি পক্ষ মতবিনিময় সভা করেছে। অপরদিকে সন্ধ্যায় এ্যাডভোকেট সাজ্জাদুর রহমান আকন্দের নেতৃত্বে মতবিনিময় করেছে। সভায় নেতৃত্বে থাকা দু’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ এনেছে।
দুপুরের মতবিনিময় সভায় ট্যাক্সেস বার এসোসিয়েশনের আহ্বায়ক দাবী করে একটি পক্ষের নেতৃত্বে থাকা এ্যাডভোকেট আফজালুর রহমান পান্নু বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর আরেকটি পক্ষ যে কমিটি দাবী করছেন তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সাগর হত্যা মামলার আসামীদের নিয়ে, একটি আহ্বায়ক কমিটি বানিয়ে নেতৃত্ব দেয়ার চেষ্টা করছে। ঐ পক্ষে যিনি নেতৃত্ব দিচ্ছেন এ্যাডভোকেট সাজ্জাদুর রহমান নয়ন তিনি মূলত আমাদের বারের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট নুরুল হকের সহযোগী সাজ্জাদকে নিয়ন্ত্রণে রেখে ফ্যাসিবাদী হাসিনা সরকারের দোসর ও শহীদ সাগর হত্যা মামলার আসামীরা ট্যাক্সেস বারকে দোসরদের নিয়ন্ত্রণে রাখতেই এই অপচেষ্টা চালাচ্ছে। আমরা আদালতের রায়কে সম্মান জানিয়ে আহ্বায়ক কমিটি করেছি।
তিনি আরো বলেন, এই বারে দীর্ঘ ১৫ বছর যাবত আওয়ামী লীগের পদে থেকে বারকে নিয়ন্ত্রণ করেছে কয়েকজন আইনজীবি এখনো একই কায়দায় আবারো তারা নিয়ন্ত্রণে রাখতে বা কব্জা করতে ষড়যন্ত্র করছে। আরেকটি পক্ষে জাসদ (ইনু) জেলার শীর্ষস্থানীয় নেতৃত্ব ও শহীদ সাগর হত্যা মামলার আসামী এ্যাডভোকেট সাদিক হোসেন, এ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, এ্যাডভোকেট আল হোসাইন তাজসহ আরো কয়েকজন। আমরা তা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ।

ট্যাক্সেস বার এসোসিয়েশনে মতবিনিময় সভায় একাংশের আহ্বায়ক এ্যাডভোকেট আফজালুর রহমান পান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট জিয়াউর রহমান, মোজাম্মেল হক মাসুম, সেলিম মিয়া, সিদ্দিকুর রহমানসহ প্রায় অর্ধশতাধিক আইনজীবী।
অপরদিকে সন্ধ্যায় বার এসোসিয়েশনের মিলনায়তনে আরেকটি পক্ষের মতবিনিময় সভায় কমিটির আহ্বায়ক দাবী করা এ্যাডভোকেট সাজ্জাদুর রহমান আকন্দ নয়নের সভাপতিত্বে ও এ্যাডভোকেট আজিজুল হক সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন এ্যাডভোকেট রুহুল আমীন, আব্দুল কানু বিশ্বাস দুলাল, সাদিক হোসেন, আব্দুল মোতালেব লাল, নজরুল ইসলাম ইসমাইল, খন্দকার ওয়াহিদুজ্জামান, শিব্বির আহম্মেদ লিটন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, এই ট্যাক্সেস বার এসোসিয়েশনের গুটি কয়েকজন আইনজীবী বারকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আদালতের আদেশে আমাকে আহ্বায়ক করা হয়েছে, আগামী ছয়মাসের জন্য। আমরা আদালতের নির্দেশেই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মতবিনিময় সভায় অধিকাংশ বক্তারাই এই বারের সংকট নিরসনে দ্রুত সমাধানের জন্য নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।
সভায় আরো বলেন, এ্যাডভোকেট আফজালুর রহমান পান্নু কয়েকজন আইনজীবীকে নিয়ে তিনি ষড়যন্ত্র করে চলছেন। আমরা আশা রাখবো তিনি ষড়যন্ত্রের পথ থেকে ফিরে আসুক। আমরা যারা নেতৃত্বে আছি আমরা বৈধভাবেই কমিটিতে আছি। এই ট্যাক্সেস বারকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।
জনতার আওয়াজ/আ আ
