ডায়াবেটিসের চিকিৎসা – জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪২, বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডায়াবেটিসের চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৪, ২০২৩ ৯:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৪, ২০২৩ ৯:১৭ পূর্বাহ্ণ

 

আসছে মুখে খাওয়ার ইনসুলিন

বিশ্বে ডায়াবেটিস রোগীর ছড়াছড়ি। ২০-৭৯ বছর বয়সীদের মধ্যে ৫৩ কোটি ৭০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। প্রতি ১০ জনে একজন এখন রোগটিতে ভুগছে। ২০৩০ সালের মধ্যে ৬৩ কোটি ৭০ লাখ এবং ২০৪৫ সালের মধ্যে ৭৮ কোটি ৩০ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হবে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে চার জনে তিন জনেরও বেশি ডায়াবেটিসে ভুগছেন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমানে ডায়াবেটিস রোগে আক্রান্তের সংখ্যা ৪২ কোটি ২০ লাখ। পাঁচ ধরনের সরাসরি এই রোগটিতে ভুগে প্রতি বছর মারা যায় ১৫ লাখ মানুষ। ১৯২১ সালে আবিষ্কৃত ইনসুলিন ইনজেকশনই এখন পর্যন্ত ডায়াবেটিসের সবচেয়ে কার্যকর, নিরাপদ এবং নির্ভরযোগ্য চিকিৎসা হিসেবে বিবেচিত। কিন্তু দিনে কয়েক বার এই ইনসুলিন সুঁইয়ের মাধ্যমে গ্রহণ করার যন্ত্রণা থেকে দীর্ঘদিন ধরে রেহাই পাওয়ার স্বপ্ন কোটি কোটি ডায়াবেটিসের রোগীর। সাধারণত একে দুটি ভাগে ভাগ  করা হয়—টাইপ-১ এবং টাইপ-২। তবে ২০১৮ সালে সুইডেন এবং ফিনল্যান্ডের গবেষকরা জানান, ডায়াবেটিস আসলে পাঁচ ধরনের।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com