ড.আসিফ নজরুলের দশটি ‘ন্যক্কারজনক’ প্রশ্ন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৯, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ড.আসিফ নজরুলের দশটি ‘ন্যক্কারজনক’ প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২০, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২০, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ

 
  1. ভূয়া নির্বাচন কি মুক্তিযুদ্ধের চেতনা?
  2. অন্য দেশের গোলামী করা কি মুক্তিযুদ্ধের চেতনা?
  3. বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার কি মুক্তিযুদ্ধের চেতনা?
  4. তালিকা করে ভূয়া মুক্তিযোদ্ধা বানানো কি মুক্তিযুদ্ধের চেতনা?
  5. হতদরিদ্রদের দেশে চোর বিলিয়নারের জন্ম দেয়া মুক্তিযুদ্ধের চেতনা?
  6. ১৯৭১ সালে তাালিকাভূক্ত একলাখ মুক্তিযোদ্ধা ছিল, তারা ছাড়া বাকী ৭ কোটি ৪৯ লাখ মানুষ কি রাজাকার ছিল?
  7. একলাখের নাতিপুতি কোটা পেলে ২০-৩০ হাজার রাজাকারের নাতি-পুতি বঞ্চিত হয়, বাকী ৭ কোটি ৪৮ লাখ মানুষের নাতি-পুতি বঞ্চিত হয়না?
  8. এক লাখ মুক্তিযোদ্ধা কোটা পেলে, ৩০ লাখ শহীদ কেন পাবে না, কেনো হলো না তাদের তালিকা?
  9. রাজাকারের যে তালিকা প্রত্যাহার করা হলো তাতে কোন দলের রাজাকার সবচেয়ে বেশী ছিল?
  10. জিয়া-এরশাদ, খালেদার আমলেও মুক্তিযোদ্ধাদের কোটা ছিল, তারা তাহলে তখন বঞ্চিত হলো কিভাবে?

ড.আসিফ নজরুলের ফেইস বুক থেকে

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ