ড.আসিফ নজরুলের দশটি ‘ন্যক্কারজনক’ প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ২০, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ২০, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ

- ভূয়া নির্বাচন কি মুক্তিযুদ্ধের চেতনা?
- অন্য দেশের গোলামী করা কি মুক্তিযুদ্ধের চেতনা?
- বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার কি মুক্তিযুদ্ধের চেতনা?
- তালিকা করে ভূয়া মুক্তিযোদ্ধা বানানো কি মুক্তিযুদ্ধের চেতনা?
- হতদরিদ্রদের দেশে চোর বিলিয়নারের জন্ম দেয়া মুক্তিযুদ্ধের চেতনা?
- ১৯৭১ সালে তাালিকাভূক্ত একলাখ মুক্তিযোদ্ধা ছিল, তারা ছাড়া বাকী ৭ কোটি ৪৯ লাখ মানুষ কি রাজাকার ছিল?
- একলাখের নাতিপুতি কোটা পেলে ২০-৩০ হাজার রাজাকারের নাতি-পুতি বঞ্চিত হয়, বাকী ৭ কোটি ৪৮ লাখ মানুষের নাতি-পুতি বঞ্চিত হয়না?
- এক লাখ মুক্তিযোদ্ধা কোটা পেলে, ৩০ লাখ শহীদ কেন পাবে না, কেনো হলো না তাদের তালিকা?
- রাজাকারের যে তালিকা প্রত্যাহার করা হলো তাতে কোন দলের রাজাকার সবচেয়ে বেশী ছিল?
- জিয়া-এরশাদ, খালেদার আমলেও মুক্তিযোদ্ধাদের কোটা ছিল, তারা তাহলে তখন বঞ্চিত হলো কিভাবে?
ড.আসিফ নজরুলের ফেইস বুক থেকে

জনতার আওয়াজ/আ আ
