ঢাকায় বিএনপির আজিজ ও কাজী কাইয়ুমের চলছে প্রকাশ্য চাঁদা বাজি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ
জনতার আওয়াজ ডেস্ক
রক্তাক্ত জুলাইয়ের ছাত্র জনতার উত্তাল আন্দোলনে ৫ই আগষ্ট খুনি হাসিনা সরকারের পতনের পর ৬ তারিখে নিহিত পরিবারদের পূঁজি করে এককোটি টাকা হাতিয়ে নেয় আজিজ,৪জনের কাছ থেকে আওয়ামী প্রেতাত্মা কোতোয়ালি থানার উপদেষ্টা ব্যবসায়ি তেল কামাল,কেরানীগঞ্জ আওয়ামী লীগের উপদেষ্টা, ব্যবসায়ি আসলাম,ডেভলোপার ব্যবসায়ি আওয়ামি নেতা চঞ্চল রাজ,শ্যমপুরের স্বেচ্ছাসেবক লীগের নেতা কামরুল ইসলাম, ৪২ নং ওয়ার্ড কাউন্সিলার সেলিম হাজি কে মামলা দিয়ে আবার তুলে নেওয়ার আশ্বাস দিয়ে হাতিয়ে নেয় কোটি টাকা। আর ফাঁকে সূত্রাপুরের ঋষিকেশ দাস রোডে মন্দির দখল,বাংলা বাজারে দোকান দখল,শ্যামবাজারে বাড়ি ও আরত দখলের নেতৃত্ব দিয়ে হাতিয়ে নেয় আরও প্রায় ৫০লক্ষ টাকা।যে নিজের সংসার চালাতে হিমশিম খেত কোন যাদূর চেরাগে ৫ই আগষ্টের পর সেপ্টেম্বর মাসে ওমরা পালন করে।আর এখন দম্ভোক্তি স্বরে বলে বিগত দিনের পাপ মোচন করেছি নতুন করে নির্মাণ করব ভালোবাসার চাঁদার হাট, আর সেই হাটে আমার বস রাজা আমি হব ক্যাশিয়ার।মিষ্টি হাসি অমায়িক ব্যবহারে সূত্রাপুর কে এখন সে মাদকের সাম্রাজ্যের স্থপতি বানাচ্ছে ।
চোর সাল্লু,কালা আলমগীর, তেলবাজ কামাল,কালো সুমন ওরফে রামসাহা,কানা হিরা,মাদকাসক্ত আসামি জন,খুনি মো:আলিকে নিয়ে গড়ে তুলেছে বিশাল সন্ত্রাসী বাহিনী আসায় আছে নতুন পদ পদবী পেয়ে স্বগৌরবে নেমে পরবে চাঁদা বাজিতে,বিএনপির হাইকমান্ড কোন ব্যবস্হা নিয়ে দলকে বাঁচাবার উদ্যোগ গ্রহণ করবে কি?
আরেক জন হচ্ছেন বিএনপির ৪৩ নং ওয়ার্ড সভাপতি কাজি কাইয়ুম
উল্টিন গন্জ ব্রিজের নিচ থেকে শ্যামবজার মসজিদ ঘাট পর্যন্ত মোট ২৫টি টং দোকান বসিয়ে দৈনিক ৩০০×২৫=৭৫০০×৩০=২২৫০০০/= মাসিক আয়,কাজি কাইয়ুমের নির্দেশে এই টাকা তুলে বারেক,মোহাম্মদ ্হযরত,হেমল,দাড়িওলা শহীদ,মালাকাটোলা থেকে বিএনপি অফিস পর্যন্ত আরও ১০×৩০০=৩০০০×৩০=৯০০০০/=টাকা তুলে,টিপু,মাসুদ, ভুইয়া মাসুদ,মাদক বিক্রেতা জসিম,এখন শোনা যাচ্ছে জাতিয় পার্টি মিলন মিয়ার বাড়ি দখল করে বারেক,জসিম,মাদকের আড্ডা বসিয়ে দৈনিক ৫০০০০=টাকার গঁাজা বিক্রি করছে,বৈষম্য বিরোধী ছাত্রদের প্রকাশে গুলি করে হত্যাকারী কাউন্সিলারের ঘনিষ্ঠ বন্ধু ও আওয়ামী লীগের পারিবারিক সদস্য কাজি কাইয়ুম ও আজিজ মিলে ছোটনের ৫টি প্রকল্পে ইজারা নিয়ে প্রকল্পের কাজ চালু করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।গত ৪ /১১/২৪ তারিখে ছোটনের ক্যাশিয়ার তনুকে গ্রেফতার করে পুলিশ আগে যাদের গ্রেফতার করে ছিলো ওদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে দিলেও ১০লক্ষ টাকায় রফাদফা করে আজিজ আর কাইয়ুম পুলিশ কে ম্যানেজ করে পাঁচআনি মামলায় চালান করে কোর্ট থেকে জামিন করিয়ে আনে। কাজি কাইয়ুম বাড়ি গোপালগঞ্জ চাচা আওয়ামী নেতা সাবেক মন্ত্রী আবুল হোসেন,উল্টিনগন্জে এমপি হাবিবুর রহমান মোল্লা বাড়ি রক্ষা দায়িত্ব নিয়েছে কাইয়ুম যুবলীগ নেতা বাপ্পির দখলকৃত বাড়িও এখন পাহারাদার কাইয়ুম।চাউর আছে এলাকায় কোটি টাকা বাজেট দিয়ে রেখেছে ছোটন কাইয়ুম কে ছোটনের সাঙ্গ পাঙ্গ কে রক্ষা করতে ব্যাংকে দিয়ে রেখেছে।২৮ অক্টোবরে পর কাজি কাইয়ুম দলের সকল কার্যক্রম ছোটনের পরামর্শে বন্ধ করে দিয়েছিলো।
এই ধরনের নেতৃবিন্দ দিয়ে বিএনপি কি পারবে আগামি দিনে সরকার গঠন করতে ।
আমাদের মাঠের প্রতিনিধি সরাসরি এই সব এলাকায় কয়েক দিন থেকে যে প্রতিবেদন করেছে তাতে সাধারন মানুষের ভিডিও ও চাঁদার রিসিটের ছবিও সংগ্রহ করেছে ।
জানিনা বিএনপি এদের বাঁধ দিয়ে পুরানো ভালো সম্ভাব্য ব্যাক্তিদের সামনে এগিয়ে আনতে পারবে কি না ।
এলাকার তৃনমূল কর্মীরা আজ খুবই বিরক্ত এই সব কর্ম কান্ডের জন্য।