তামিম ইকবালের আরোগ্য কামনায় বিএনপির মিলাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪০, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তামিম ইকবালের আরোগ্য কামনায় বিএনপির মিলাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যেগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় | বাসস
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনায় মিলাদ মাহফিল করে দোয়া করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যেগে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘পত্রপত্রিকা থেকে যা জেনেছি, তার বাঁচার কোনো লক্ষণ ছিল না। যে হাসপাতালে চিকিৎসা হয়েছে, সেটিও তেমন উন্নত নয়। চিকিৎসক নিজেও বলেছেন তিনি ততটা অভিজ্ঞ নন। তামিমের আরো উন্নত চিকিৎসার প্রয়োজন।’

তিনি বলেন, ‘তামিম ইকবাল একজন মার্জিত আচরণের ভদ্রলোক। তাই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন।’

মির্জা আব্বাস বলেন, ‘তারেক রহমান ব্যক্তিগতভাবে সার্বক্ষণিক তামিম ইকবালের খোঁজ রাখছেন। তার নির্দেশেই বিএনপি আজকের দোয়া মাহফিলের আয়োজন করেছে।’

বিএনপির এই সিনিয়র নেতা চট্টগ্রামের একটি ঘটনা উল্লেখ করে বলেন, ‘ওই সময় তামিমের সাথে আওয়ামীপন্থী অন্য ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন। সেখানে তামিমের আচরণে ছিল ভদ্রতা। আর অন্যদের আচরণ দেখলাম উগ্রতা।’

মির্জা আব্বাস বলেন, ‘তামিমের অসুস্থতার পাশাপাশি আজকের পত্রিকায় আরেক ক্রিকেটারের টাকা বাজেয়াপ্ত হওয়ার খবরও দেখলাম।’ এ সময় তিনি ভদ্র ও অভদ্রতার পার্থক্য নিয়ে শেখ শাদীর কবিতার অংশ তুলে ধরেন। পাশাপাশি তামিমের সুস্থতা কামনা করেন।

দোয়া পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ। এতে তামিম ইকবালসহ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়।

এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাবেক ফুটবলার আমিনুল হক, দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। এতে অংশগ্রহণ করেন নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

সূত্র : বাসস

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ