তিন বাহিনীর পোশাক ডিজাইনার-অনুমোদনকারীকে গ্রেপ্তারের দাবি জানালেন আসিফ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৬, রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিন বাহিনীর পোশাক ডিজাইনার-অনুমোদনকারীকে গ্রেপ্তারের দাবি জানালেন আসিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২২, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২২, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। এই পোশাকগুলোর যারা ডিজাইন করেছেন এবং যারা অনুমোদন দিয়েছেন, তাদের গ্রেপ্তারের দাবি তুলেছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

গতকাল মঙ্গলবার রাতে এই শিল্পী ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ দাবি জানান।


ওই পোস্টে একটি ছবি আপলোড করে আসিফ লিখেছেন, ‘তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক।’

তিনি আরও লিখেছেন, ‘মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে পাঠানোর অনুরোধ জানাচ্ছি।’


তবে আসিফ একা নন, তিন বাহিনীর নতুন পোশাকের ছবি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশ মানুষই এ নিয়ে বড়োসড়ো প্রশ্ন তুলেছেন। কারা এ ধরনের পোশাক ডিজাইন করলেন, কারাই বা অনুমোদন দিলেন, তা নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা।


এর আগে, গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ, র‌্যাব ও আনসারের নতুন পোশাকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের নতুন পোশাক হবে ‘আয়রন’ রঙের, র‌্যাবের ‘অলিভ’ আর আনসার বাহিনীর ‘গোল্ডেন হুইট’ রঙের।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ