তিন বিসিএসে আটকা চাকরিপ্রার্থীরা, বিপাকে পিএসসিও
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ণ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) তিনটি বিসিএস নিয়োগ কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে, যার ফলে চাকরিপ্রার্থীরা অনিশ্চয়তায় ভুগছেন। ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত রয়েছে। পিএসসি জানিয়েছে, প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং সরকারের পট পরিবর্তনের কারণে কার্যক্রমে বিলম্ব হচ্ছে। পিএসসি দ্রুত সমাধানের জন্য কাজ করছে।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতার মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। ৪৪তম বিসিএসের মাধ্যমে ১,৭১০ জন এবং ৪৫তম বিসিএসে ২,৩০৯ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে।