তিন সন্তানেকে নিয়ে প্রিমিয়ার শো’তে জোলি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক
নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে ‘মারিয়া’র প্রিমিয়ারে তিন সন্তান প্যাক্স (২০), জাহারা (১৯) এবং ম্যাডক্সকে (২৩) নিয়ে এসেছিলেন জোলি। লাল গালিচায় সাদা পোশাক পরে তিন সন্তানকে নিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ছবি তুলেছেন অভিনেত্রী।
রবিবার (২৯ সেপ্টেম্বর) লিংকন সেন্টারের অ্যালিস টিউলি হলে ‘মারিয়া’র প্রিমিয়ার হয়। সিনেমা শেষে দর্শক-সমালোচকদের প্রশংসায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
এদিন মায়ের সাথে মিলিয়ে সাদা পোশাক পরেছিলেন জাহারা। প্যাক্স পরেছেন গ্রে স্যুট এবং ম্যাডক্স পরেছেন কালো স্যুট। তাদের চারজনকেই খুব হাসিখুশি দেখাচ্ছিল। একে অপরের হাত ধরে ছিলেন তারা।
অপেরা গায়িকা মারিয়া কালাসের বায়োপিক ‘মারিয়া’। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলিকে। পৃথিবীর সেরা অপেরা গায়িকাদের একজন মারিয়া। তাকে ‘অপেরার বাইবেল’ বলে আখ্যায়িত করেছিলেন লিওনার্দো বার্নস্টেইন। মারিয়ার জীবনের শেষের দিকের দিনগুলোর নানা ঘটনা তুলে ধরা হয়েছে ছবিতে।
১১ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘মারিয়া।’ ধারণা করা হচ্ছে ১৫ বছর পর অস্কারে ‘মারিয়া’ ছবিটি জোলিকে সেরা অভিনেত্রীর দৌড়ে নিয়ে আসতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস