থানার দাবিতে মহাসড়ক অবরোধ: ইবি শিক্ষার্থীদের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ২:১০ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা স্থানান্তর করে ঝাউদিয়া ইউনিয়নে স্থাপন ও ৭ দিনের মধ্যে উদ্বোধনের আল্টিমেটাম দিয়ে বৃত্তিপাড়া সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এ নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের। ক্লাস ও পরীক্ষা সঠিক সময়ে দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়ায় অবস্থানরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে এ মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় ৭ দিনে উদ্বোধনের আল্টিমেটাম দিয়ে প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক অবরুদ্ধ করে রাখার হুঁশিয়ারি দেন তারা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। পরীক্ষা শুরু হলেও সঠিক সময়ে হলে প্রবেশ করতে পারেননি অনেক শিক্ষার্থী। এছাড়াও ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে যা তাদের ফলাফলেও প্রভাব পড়বে বলেও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানান, আমাদের পরীক্ষা সাড়ে এগারোটায়। অসুবিধার কথা চিন্তা করে পরীক্ষার সময় পেছানোর চেষ্টা করছি। যদি সময় পেছায় দিতে পারবো। না হয় ৩০-৪০ মিনিট দেরিতে পরীক্ষার হলে ঢুকতে হবে। শিক্ষার্থীদের এমন দুর্ভোগ কাম্য না।
জনতার আওয়াজ/আ আ
