দক্ষ জনগোষ্ঠী তৈরিতে কাজ করবে নেবুলা আইটি বাংলাদেশ ও ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া।
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ৬:০০ অপরাহ্ণ

বেকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুন জনবলকে জনশক্তিতে রূপান্তিত করার প্রত্যয় নিয়ে আইটি এবং চায়না ভাষায় তরুনদের আরো দক্ষ করে তুলতে ঢাকায় মিরপুরে অবস্থিত নেবুলা আইটি বাংলাদেশ এবং চায়না সেন্টার-ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এর ফলে এখন থেকে দুটি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন বিষয়ে সময়োপযোগী কার্যকর গবেষণা এবং যথাপোযুক্ত পরামর্শসহ বিভিন্ন দিকগুলি নিয়ে পারস্পরিক কাজ করা সহজ হবে। আইটি খাতে বিভিন্ন সেক্টরে এবং চায়না ভাষায় তরুনদের দক্ষ করার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তি শিক্ষায় এগিয়ে নিতে দুটি প্রতিষ্ঠান একই বন্ধনে কাজ করার অঙ্গীকার বদ্ধ। ১২ ডিসেম্বর ২০২২ রোজ সোমবার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার সময় উপস্থিত ছিলেন নেবুলা আইটির সিইও মোঃ আরিফুর রহমান ও কর্মকর্তা-বৃন্দ এবং চায়না সেন্টার -ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উপদেষ্টা মোহাম্মদ এনায়েত উল্লাহ ও শামীম হোসেন, ম্যানেজার (পার্টনারশিপ ডেভেলপমেন্ট এন্ড ক্রিয়েটিভ কমিউনিকেশন)।
জনতার আওয়াজ/আ আ
