দীর্ঘ ১৭ বছর পর ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
গত ২০০৭ সালে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হবার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল এই শিক্ষাঙ্গনটি। তবে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ক্যাম্পাস থেকে ছাত্রলীগ পালিয়ে যাওয়ার পর টানা ১৭ বছর পর প্রকাশে কর্মসূচি পালন করছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। সম্প্রতি শুদ্ধি অভিযানে প্রথমবারের মত কলেজটিতে ছাত্রদল কমিটি গঠনের পর দোয়া ও ইফতার মাহফিল করেছে ছাত্রদল।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে নবগঠিত ছাত্রদল কমিটির উদ্যোগে প্রথমবারের মত এই উন্মুক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ছাত্র জনতার গনঅভ্যুত্থানের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল করেছে ছাত্রদল। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রূহের মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
এর আগে কলেজ ফটকে বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত রোজাদার পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করে ছাত্রদল নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনমিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন।

এ সময় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের সভাপতি রবিন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতৃবৃন্দ।
এ সময় ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, একটি গোষ্ঠি ছাত্রদলের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে। কিন্তু কোনভাবেই ছাত্রদলের ইমেজ ক্ষুন্ন করা যাবে না। শত নির্যাতন ও প্রতিবন্ধকতা পেরিয়েও ছাত্রদল আর্দশের পথে অবিচল থাকবে।
প্রসঙ্গত, বিগত ৫ আগষ্টের পর ক্যাম্পাস থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শীর্ষ নেতারা পালিয়ে গেলেও তাদের অনুসারীদের একটি দল সাধারণ শিক্ষার্থীর বেশে অস্ত্র মজুদ করে আশ্রয় নিয়েছিল হলে। বিষয়টি জানতে পেরে কলেজ প্রশাসন হল তল্লাশি করতে গেলে দুইদল শিক্ষার্থীর মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। পরে প্রশাসনের সহায়তায় হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। এরপর তদন্ত কমিটি গঠনের মাধ্যমে হল থেকে ১০ শিক্ষার্থীকে বহিস্কার এবং ৫ শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নেয় কলেজ প্রশাসন।
জনতার আওয়াজ/আ আ
