দুবাইতে বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের ৬ষ্ট বর্ষপূর্তি উদযাপন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ১৩, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ১৩, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ

এম এনাম হোসেন, আমিরাত থেকে
দুবাইতে কেক কেটে ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করেছে হবিগঞ্জ বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদ ইউএই নামক সংগঠন। শুক্রবার (১২ জুলাই) স্থানীয় একটি রেস্টুরেন্টে পরিষদের সভাপতি সেলিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা আব্দুস সামাদ।
এতে বক্তারা বলেন, এই সংগঠনের জম্ম হয়েছে সামাজিক দায়বদ্ধতা থেকে। দেশের ন্যায় প্রবাসেও দুস্থ অসহায় মানুষ কিংবা প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে এই সংগঠন বৃহত্তর খলাছড়াবাসীর পাশে দাঁড়িয়েছে। এই ধারা যাতে অব্যাহত থাকে সকলকে সমন্বয় করে আন্তরিক ভাবে এগোতে হবে। বৃহত্তর খলাছড়া’কে একটি সুন্দর সমাজে রুপান্তর করতে প্রতিশ্রুতি গুলো বাস্তবায়নে রুপ দিতে হবে, এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ এর সঞ্চালনায় কুরআন থেকে তেলাওয়াত করেন মেহরাব আহমেদ।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপদেষ্টা সদস্য মারুফ আহমেদ ও কামাল হোসেন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি ইফতেখার আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম আশুক, সহ ধর্ম সম্পাদক আব্দুল হালিম, সহ প্রবাসী কল্যাণ সম্পাদক আফজল আহমদ, সিনিয়র সদস্য রাহেল আহমদ, মিজানুর রহমান, মাহবুব আহমদ, আয়ান হোসেন প্রমুখ।
বৃহত্তর খলাছড়ার কৃতিসন্তান ও সংগঠক ফ্রান্স প্রবাসী আব্দুল আহাদ আরব আমিরাত আগমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মানিয় ক্রেস্ট প্রদান করা হয়।
জনতার আওয়াজ/আ আ
