দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য প্রতিক্ষায় রয়েছে’ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩৩, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য প্রতিক্ষায় রয়েছে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৭, ২০২৫ ১:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৭, ২০২৫ ১:১৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর উদ্যোগে রোববার (১৬ মার্চ) সিলেট নগরী একটি অভিজাত কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে এতিম, রাজনীতিবীদ, প্রশাসনিক কর্মকর্তা, পেশাজীবী, ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহন করেছেন।

আয়োজিত ইফতার মাহফিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খছরুর সঞ্চালনায় অনুষ্টিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

বক্তরা বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। মানুষ দীর্ঘদিন থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য প্রতিক্ষায় রয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দ্রুত সময়ের মধ্যে জরুরি সংষ্কার শেষে আমরা জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি জানান।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, বেগম জিয়া দেশের জন্য দীর্ঘদিন কারাভোগ করেছেন। তবুও তিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে চিকিৎসাধীন থাকার পরও অত্যন্ত বিচক্ষণতার সহিত দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ ১৭ বছরের টানা আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগষ্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিজমের পতন হলেও আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। আমাদেরকে এখন দেশ গড়ার আন্দোলন করতে হবে।

দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিষ্টার এম.এ সালাম, ক্ষুদ্র ঋণ বিষয়ক সহসম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়াও ফয়সল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক সাজেদুল করিম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি আশরাফুল আলম ও সিলেট শিক্ষাবোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর

এ ছাড়া সম্মিলিত পোশাজীবী পরিষদ, সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমান, সদস্য সচিব ডা. শাহনেওয়াজ আহমদ, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, এসএমপির মিডিয়া অফিসার ও এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার), মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহমান রিপন, হবিগঞ্জের জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এনামুল হক সেলিম, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হক, সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার ও সাবেক আইজিপি (প্রিজনস) বিগেডিয়ার জেনারেল (অব.) ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

দোয়া ও ইফতার মাহফিলে সিলেট বিভাগের চারটি জেলা, সিলেট মহানগর, বিভাগের বিভিন্ন উপজেলা ও পৌর এবং মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ন আহ্বায়ক বিভিন্ন স্থরের নেতারা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন মাওলানা সালেহ আহমদ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ