নগরীর মুমিন্নিসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের আয়োজনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ২২, ২০২৫ ১:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ২২, ২০২৫ ২:২৫ পূর্বাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ক্যাম্পাস থেকে ছাত্রলীগ পালিয়ে যাওয়ার পর টানা ১৭ বছর পর সম্প্রতি শুদ্ধি অভিযানে প্রথমবারের মত মুমিন্নিসা সরকারি মহিলা কলেজ ছাত্রদল নেত্রীরা অসহায় ছিন্নমূল ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে মুমিন্নিসা সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রদল নেত্রীবৃন্দ অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন।

ছাত্র জনতার গনঅভ্যুত্থানের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল করেছে ছাত্রদল। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রূহের মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, আারাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এ আয়োজন করে সরকারি মহিলা কলেজের নেতৃবৃন্দরা।
এ সময় মুমিন্নিসা সরকারি মহিলা কলেজ ছাত্রদল নেত্রীবৃন্দের মাঝে মার্জিয়া মনসুর তুসি, নওরিন তাবাসসুম সুচি, কানিজ ফাতেমা, খাদিজা আক্তার মিম, হাসরিয়া সুমাইয়া, আরাফাত জাহান প্রীতিসহ আরো অনেকেই বক্তব্য রাখেন ছাত্রদল নেতৃবৃন্দ।
এ সময় ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মুমিন্নিসা সরকারি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, একটি গোষ্ঠি ছাত্রদলের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে। কিন্তু কোনভাবেই ছাত্রদলের ইমেজ ক্ষুন্ন করা যাবে না। শত নির্যাতন ও প্রতিবন্ধকতা পেরিয়েও ছাত্রদল আর্দশের পথে অবিচল থাকবে।
জনতার আওয়াজ/আ আ
