নববর্ষের প্রতিশ্রুতি : শহীদুল্লাহ ফরায়জী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪০, সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নববর্ষের প্রতিশ্রুতি : শহীদুল্লাহ ফরায়জী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ১:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ১:২৯ পূর্বাহ্ণ

 

অন্তত আজকের দিনে
নিজেকে বিক্রি না করে
অন্ধকারের ভয়াল গর্ত থেকে
বের হয়ে এসো।
একবার হলেও- ভয়ঙ্কর দম্ভ,
অতি প্রাচুর্য পরিত্যাগ ক’রে
সূর্যের মুখোমুখি হেঁটে বেড়াও।
এক মুহূর্তের জন্য
ক্ষমতার বীভৎসতা স্থগিত রেখে
ন্যায় ও ন্যায্যতার চুক্তিতে স্বাক্ষর করো।
দিনের যে কোন অংশে
বিবেক অপহরণের নিষ্ঠুর খেলা
ছুঁড়ে ফেলে- মানুষের সাথে একাত্ম হও।
মধ্যাহ্নের কোন এক সময়ে
অন্যায়ের বোঝায় নত মাথা
উঁচু করে- সত্যের জয়বার্তা ঘোষণা করো।
প্রতিবাদের বজ্রমুষ্টি, উত্তোলিত হাত
নক্ষত্রের পানে ধাবিত করো,
পবিত্র করো নিজেকে বিনির্মাণ প্রক্রিয়ায়।
একদিনের অনন্ত সময়ে
অন্তত ক্ষণিক সময়
জীবন-জগত অনুসন্ধান করো,
আলোর পরিপূর্ণতায়
নিজেকে করো পরিপূর্ণ।
সময় শেষ, অস্তাচলগামী সূর্য-
শেষ মুহূর্তে অহংকার, খ্যাতি, ইতিহাস
শস্যদানায় ভ’রে সমুদ্রে নিক্ষেপ করো
ওহে- মানুষ হও, উৎফুল্ল হও, উল্লাস করো ।

faraizees@gmail.com

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com