নয়াপল্টনে প্রস্তুত মঞ্চ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩৯, সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে প্রস্তুত মঞ্চ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সমাবেশকে ঘিরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা।

বুধবার (৭ আগস্ট) সকাল ১১টা থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশেপাশে এলাকায় টাঙানো হয়েছে মাইক। মাইকে ভেসে আসছে কোরআন তিলাওয়াত। বেলা ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ