নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীতে আজ বিএনপির বর্ণাঢ্য র্যালি। জুমার পর দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হবে। এরই মধ্যে সকালে থেকে নয়াপল্টন এলাকায় ভীড় করছেন দলের নেতাকর্মীরা। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর উৎফুল্লচিত্তে জড়ো হচ্ছেন তারা। এ যেন ‘জনস্রোত’।
সরেজমিনে দেখা যায়, নয়াপল্টন ও তার আশেপাশের এলাকার অলিগলিতে বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন। প্রতিক্ষার প্রহর গুনছেন র্যালিতে অংশ নেওয়ার। ঢাকা মহানগরসহ আশেপাশের নেতারা খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় আসছেন। কেউ কেউ স্লোগান দিচ্ছেন।
পূর্ব ঘোষিত র্যালিটি কাকরাইল মোড়, মৎস্যভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
জুমার নামাজ শেষে নয়াপল্টন কার্যালয়ের সামনে র্যালির উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মানিক মিয়া এভিনিউতে সমাপনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জনতার আওয়াজ/আ আ
