নয়া দিগন্ত শুধু একটি পত্রিকাই নয়, এটি প্রতিবাদ : ড. মঈন খান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
জনতার আওয়াজ ডেস্ক
নয়া দিগন্ত শুধু একটি পত্রিকাই নয়, এটি একটি প্রতিবাদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
রোববার রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে দৈনিক নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, আমরা এখানে এসেছি একটি প্রতিবাদকে সম্মান জানাতে।
এ সময় নয়া দিগন্তকে অভিনন্দন জানান তিনি।
নয়া দিগন্ত পত্রিকা দেশের মানুষের জন্য অবদান রেখেছে জানিয়ে তিনি বলেন, গত ১৫ বছর সংবাদপত্রের গলা চেপে রেখেছিল সরকার। গণতন্ত্র রক্ষা করতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
এদিকে বেলা ১১টার দিকে বিয়াম মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন নয়া দিগন্তের অনলাইনের সাব-এডিটর মুফতি আবু সাঈদ।
উদ্বোধনী বক্তব্য দেন নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন বাবর।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত আছেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলীসহ আরো অনেকে।