না’গঞ্জে জমি নিয়ে বিরোধ ছোট দুই ভাইয়ের পর এবার আত্মহত্যা করলেন বড় ভাই - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩১, শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে জমি নিয়ে বিরোধ ছোট দুই ভাইয়ের পর এবার আত্মহত্যা করলেন বড় ভাই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবারের সদস্যদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছোট দুই ভাইয়ের পর এবার আত্মহত্যা করেছেন বড় ভাই মো. জুয়েল (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।
শনিবার (১৮ জানুয়ারি) ভোর রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত জুয়েল দাপা এলাকার আ. আজিজের ছেলে। তিনি বুয়েটের ওয়ার্কশপে চাকরি করতেন। জুয়েলের দুটি ছেলে শিশু রয়েছে।
এলাকাবাসি জানিয়েছে, শনিবার জমির জন্য বাবা ও বড় বোনের সঙ্গে জুয়েলের ঝগড়া হয়। এ সময় তারা টাকা দিতে রাজি না হওয়ায় ঘরের চালের আরার সঙ্গে রশি দিয়ে ঝুলে আত্যহত্যা করেন তিনি। এর আগে ২০০৫ সালে নিহতের ছোটো ভাই রুবেল এবং ২০১৮ সালে সাকিব একই কারণে পারিবারিক কলহে ফাঁস নিয়ে নিজ বাড়িতেই আত্মহত্যা করেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ