নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ শিশু-নারীসহ দগ্ধ ৮
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ৩, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ৩, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে একটি টিনসেড বাসায় গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২), সুমাইয়া (এক বছর ছয় মাস) ও নুরজাহান লাকি (৩০)।
সোমবার (৩ মার্চ) ভোর রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিস সংলগ্ন ইব্রাহিমের বাড়ির টিনশেড রুমে লাইনের লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। সবাইকে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দগ্ধ নারী-শিশুসহ ৮ জনকে আনা হয়েছে। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। হান্নানের শরীরের ৪৫ শতাংশ, শিশু সুমাইয়ার ৪৪ শতাংশ, রূপালির ৩৪ শতাংশ, সাব্বিরের ২৭ শতাংশ, নুরজাহান লাকির ২২ শতাংশ, সামিয়ার ৯ শতাংশ ও জান্নাতের তিন শতাংশ পুড়ে গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই সিরাজুল ইসলাম জানান, ভোরের দিকে গোদনাইল চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছে বলে জানতে পেরেছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জনতার আওয়াজ/আ আ
