নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৭, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৮, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৮, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন নারীরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।

শনিবার (০৮ মার্চ) সকালে রাজধানীর মতিঝিল সারা টাওয়ারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় মহিলা কমিটির উদ্যোগে ‘নারীর প্রতি বৈষম্য ও হয়রানি মুক্ত কর্মক্ষেত্র : বাস্তবতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি নারীদের ওপর নির্যাতন ও হেনস্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ৫ আগস্টের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি, দেশের সব মানুষের মধ্যে নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু আইনশৃঙ্খলার উন্নতির পথে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। কাঙ্ক্ষিত নিরাপত্তার উন্নতি না হওয়ায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

শিমুল বিশ্বাস বলেন, সমাজের অর্ধেক অংশ নারী এবং তাদের অবদান ছাড়া কোনো সমাজই পূর্ণতা পায় না। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীরা তাদের দক্ষতা, মেধা এবং শ্রম দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু আজও অনেক ক্ষেত্রে নারীরা বৈষম্য, নির্যাতন এবং অবহেলার শিকার হচ্ছেন। আমাদের এই অবস্থা পরিবর্তন করতে হবে।


তিনি বলেন, নারীর ক্ষমতায়ন শুধু নারীর জন্য নয়, পুরো সমাজের জন্য অপরিহার্য। একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনের জন্য নারী-পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন। আমাদের উচিত নারীর শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা তাদের মেধা এবং গুণাবলি পূর্ণাঙ্গ বিকাশ করতে পারে।

তিনি আরও বলেন, স্বাধীনতা সংগ্রামে নারীর ভূমিকা ছিল অপরিসীম। মুক্তিযুদ্ধে নারীরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তারা শুধু যোদ্ধা হিসেবেই নয়, চিকিৎসক, নার্স, সংগঠক এবং মুক্তিযোদ্ধাদের সহায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের রাজনীতিতে নারীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। ক্রীড়া, সাংস্কৃতিক এবং দেশের উন্নয়নে নারীকে আরও এগিয়ে নিতে আমাদের ভূমিকা পালন করতে হবে।

শ্রমিক দলের কেন্দ্রীয় মহিলাবিষয়ক সম্পাদক কোহিনূর মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম, শ্রমিক নেতা মেহেদী আলী খান, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, মন্জুরুল ইসলাম মন্জু, খোরশেদ আলম, হামিদ খাতুন, নার্গিস জাহান, তাসলিমা আক্তার ডিনা, মুজিবর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ