নারী হেনস্তাকারী অর্ণবের জামিনের কারণ জানালেন আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ১০, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ১০, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাকে এক ছাত্রীকে পোশাক নিয়ে হেনস্তাকারী মোস্তফা আসিফ অর্ণব জামিন পাওয়ার কারণ জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আসিফ নজরুল জানান, বাদী মামলা প্রত্যাহার করায় অর্ণব জামিন পেয়েছেন।
রবিবার (৯ মার্চ) সচিবালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইন উপদেষ্টা।
তিনি আরও জানান, আমি শুধু ছাড়া পাওয়ার বিষয়টি বলি, সবার কাছে খারাপ লেগেছে কেন জামিন পেল। যে ভিকটিম, উনি নিজে মামলাটি নিজে প্রত্যাহার করেছেন। মামলাটি প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন। সেই প্রত্যাহারপত্র আদালতে পাঠানো হয়।
তিনি বলেন, এখন উনি কি জোর-জবরদস্তির মুখে পড়েছেন কি-না, এটা নিয়ে সন্দেহ আছে। প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলবো, উনি ওই সংশ্লিষ্ট ছাত্রীর সঙ্গে কথা বলবেন এবং যদি ভীতিমূলকভাবে মামলা প্রত্যাহার করে থাকেন, আমি ঢাবি প্রশাসনকে পরামর্শ দেব, ওনারা যেন মামলা করে। আমরা এর সুষ্ঠু বিচার করতে বদ্ধপরিকর।
জনতার আওয়াজ/আ আ
