নিউইয়র্কে মোদি-ইউনূস বৈঠক না হওয়ার কারণ জানাল নয়াদিল্লি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৫, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিউইয়র্কে মোদি-ইউনূস বৈঠক না হওয়ার কারণ জানাল নয়াদিল্লি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বৈঠক হবে না বলে জানানোর পর এবার এর কারণও জানিয়েছে দেশটি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরসূচিতে গরমিল ও সময়ের অভাবের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর হিন্দুস্তান টাইমস জানায়, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে না।

এর আগে চলতি মাসের শুরুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে জাতিসংঘ অধিবেশনে সাইডলাইন বৈঠক আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যকার টানাপড়েন দূর করতে এই বৈঠকের বিষয়ে বাংলাদেশ আগ্রহী ছিল।

ওই সূত্রটি আরও জানিয়েছে, এ ধরনের কোনো বৈঠক ভারতের এজেন্ডায় নেই। যুক্তরাষ্ট্রে মোদির তিন দিনের সফর বিভিন্ন কর্মসূচিতে পরিপূণ। তিনি ২১ সেপ্টেম্বর ডেলাওয়ার উইলমিংটনে কোয়াড লিডারস সামিটে যোগ দেবেন এবং ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউিইয়র্ক সফর শেষ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভোরের দিকে তাকে তাকে বহনকারী বিমান নয়াদিল্লির বিমানবন্দরে অবতরণ করে। সোমবার রাতে তাকে বহনকারী বিমানটি নিউইয়র্কের বিমানবন্দর ত্যাগ করে।

এ ঘটনার পর সোমবার নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, আপনারা জানেনম আমাদের প্রধানমন্ত্রীর এবারের সফর খুবই সংক্ষিপ্ত ছিল। তার সফরের মেয়াদ ছিল মাত্র ৫৫ ঘণ্টা। কিছুক্ষণ আগে তিনি নিউইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এখনও নিউইয়র্কে পৌঁছাননি। দুই নেতার সফরের শিডিউল ভিন্ন হওয়ায় তাদের মধ্যে বৈঠকের কোনো সুযোগ ছিল না।

তিনি আরও জানান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ সফরে বৈঠক করার কথা ছিল। কিন্তু সফর সংক্ষিপ্ত হওয়ার কারণে এ বৈঠকও বাতিল করা হয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com